নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে প্রায় পৌণে ৫১ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ ডিসেম্বর/২২ অগ্রহায়ণ) পর্যন্ত দুদিনে সিলেট ব্যাটলিয়নের বাংলাবাজার, নোয়াকোট, শ্রীপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিল, পান্থুমাই, লবিয়া, উৎমা, বিছনাকান্দি, কালাসাদেক ও পাথরকোয়ারি বিওপি আলাদা আলাদা অভিযান পরিচালনা করে।
এ সময় ৫০ লাখ ৭৩ হাজার টাকার ভারতীয় চিনি, শুটকি, অলিভ ওয়েল, বিড়ি, মদ, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ইজিবাইক ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।
সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সূত্র তথ্য বিবরণী