তথ্য সচিব মরতুজা আহমদ বলেছেন, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র স্থানীয় শিল্প-সংস্কৃতিকে এগিয়ে নিচ্ছে এবং জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করছে। দেশের বাইরে বাংলাদেশ বেতার দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে নতুন ঘোষক-ঘোষিকাদের ওরিয়েন্টেশন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ বেতারকে শিল্পী ও কলাকুশলী গড়ার সূতিকাগার উল্লেখ করে তথ্য সচিব বলেন, গণমাধ্যমে শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহারের পাশাপাশি যিনি অনুষ্ঠান উপস্থাপনা করবেন তাকে অনেক বিষয়ে জানতে হবে, অনেক কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। কোন কোন ক্ষেত্রে দেখা যায়, শুদ্ধ উচ্চরণে বাংলা বলতে বলতে আঞ্চলিকতা চলে আসে। সে ক্ষেত্রে ঘোষক-ঘোষিকাদের সতর্ক থাকতে হবে। ভাষার জন্য একমাত্র আমরাই জীবন দিয়েছি। তাই আমাদেরকে ভাষার মর্যাদা রক্ষা করতে হবে। ভাষা বিকৃত করা যাবে না। প্রমিত বাংলা ভাষা ব্যবহারের জন্য হাইকোটের্রও নির্দেশ রয়েছে।
সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আঞ্চলিক প্রকৌশলী অসিত ভূষণ দেব, বিভাগীয় তথ্য অফিসের উপ পরিচালক জুলিয়া যেসমিন মিলি এবং জেলা প্রেসক্লাবের সভাপতি বিটিভি প্রতিনিধি আজিজ আহমদ সেলিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপআঞ্চলিক পরিচালক মো ফখরুল আলম, আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, মোহাম্মদ আব্দুল হক, উপ বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার, সহকারী পরিচালক (অনুষ্ঠান) পবিত্র কুমার দাশ ও সুজন চক্রবর্ত্তী।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব ক্বারী মো মুতিউর রহমান। গীতা পাঠ করেন রাকেশ শর্মা।
উদ্বোধনী পর্বের পর বাংলাদেশ বেতারের ইতিহাস, সম্প্রচার নীতিমালা, স্টুডিও মাইক্রোফোন ব্যবহার ও ঘোষক-ঘোষিকাদের কর্মদায়িত্ব সম্পর্কে কর্ম অধিবেশন পর্বে বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সৈয়দ সাইমুম আঞ্জুম ইভান ও ফারজানা জাহান শারমিন।
Leave a Reply