নিজস্ব প্রতিবেদক : আইন ও বিধি অনুসরণ না করে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের ১৪৩টি গাছ কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
বুধবার দুপুরে মহানগরীর মিরের ময়দানে বেতার ভবনের সামনের রাস্তায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বাপা সিলেটের সহ সভাপতি জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাম্যবাদী দলের পলিট ব্যুরো প্রধান ধীরেন সিংহ, ইমজার সাবেক সভাপতি আশরাফুল কবির, দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক ছামির মাহমুদ, সারি নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদী ও পরিবেশকর্মী দেবব্রত চৌধুরী লিটন ও অরূপ বাউল।
বক্তারা বলেন, এই অপকর্মের মাধ্যমে বেতার ভবন এলাকাকে বৃক্ষশূন্য করে ফেলা হয়েছে।
তারা, এজন্যে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Leave a Reply