সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সম্মাননাপত্র বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
‘দেশে বিদেশে’ টিভির ‘শেকড়ের গান’ অনুষ্ঠানে অংশ গ্রহণকারী প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননাপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন-জিডিএফ মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।
সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক ও অবিভাবকবৃন্দ।
উলেখ্য, গত ১৮ নভেম্বর রাতে সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।
বাউল সূর্য্যলাল দাসের পরিচালনায় ‘শেকড়ের গান’ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অনিন্দিতা চ্যাটার্জি।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply