নিজস্ব প্রতিবেদক : সিলেট-বিয়ানীবাজার সড়কে ট্রাক চাপায় ৪ অটোরিকসা যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, সিলেট থেকে চারখাইমুখী একটি অটোরিকসার উপর পিছন দিক থেকে একটি ট্রাক উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ অটোরিকসা যাত্রী নিহত হন। আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার পরিচয় জানা যায়নি।
নিহত অন্য তিনজন হলেন, কানাইঘাট উপজেলার বাণী গ্রামের নূর উদ্দিনের ছেলে শিব্বির আহমদ (২৫), সর্দারমাটি গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে দুলাল আহমদ (২৮) ও গাছবাড়ি নয়াগ্রামের মানিক মিয়া।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়।
Leave a Reply