নিজস্ব প্রতিবেদক : সিলেট-বিয়ানীবাজার সড়কে অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও একজন আহত হয়েছেন।
সিলেটে প্রাপ্ত খবরে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গোলাপগঞ্জ উপজেলার পূর্ব ফাজিলপুর এলাকায় গোলাপগঞ্জ অভিমুখী অটোরিকশা ও বিপরীতমুখী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এতে অটোরিকশার যাত্রী বিয়ানীবাজার উপজেলার চক্রবাণী গ্রামের লুৎফুর রহমান (৭২), তার স্ত্রী জেলি বেগম ও জকিগঞ্জ উপজেলার তোপখানা গ্রামের রাজমিস্ত্রী ইউনুস মিয়া (২৮) প্রাণ হারান। এছাড়া অটোরিকশা চালক গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও আহত অটোচালকের চিকিৎসার ব্যবস্থা করে।
Leave a Reply