হবিগঞ্জ প্রতিনিধি : দেশের অন্যান্য এলাকার মতো সিলেট বিভাগেও অঘোষিত পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
সড়কে নিরাপত্তার দাবিতে শুক্রবার থেকে পরিবহণ মালিক-শ্রমিকরা সবধরনের যান চলাচল বন্ধ করে দেন। এতে অঘোষিত ধর্মঘটের কবলে পদে দেশ। এতে জনজীবনে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। তবে সোমবার সকাল থেকে যান চলাচল প্রায় স্বাভাবিক হয়ে যায়।
সিলেট বিভাগের প্রবেশদ্বার হবিগঞ্জেও যান চলাচল শুরু হয়েছে। রবিবার গভীর রাতে জেলা মটর মালিক গ্রুপ এ অঘোষিত ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। ফলে জেলার অভ্যন্তরে এবং ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ দূরপাল্লার যান চলাচল পুনরায় শুরু হয়েছে।
জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সকল সড়কে বাস ও ট্রাক সহ সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে।
Leave a Reply