সাংস্কৃতিক প্রতিবেদক : ‘আত্ম পরিশুদ্ধতায় মহিমান্বিত’-এ অঙ্গীকার নিয়ে গঠিত সিলেট বিভাগ বাউল কল্যাণ সমিতির ত্রিবার্ষিক বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে এ বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
কর্মসূচির প্রথমেই ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, যা সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ২শ বাউল বিভিন্ন সাজে আর নাচে গানে প্রাণবন্ত হয়ে উঠেছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম ও সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ। প্রধান বক্তা ছিলেন, ইউকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের চেয়ারম্যান আব্দুর রব মল্লিক। সভাপতিত্ব করেন, বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কামাল উদ্দিন রাসেল। এছাড়াও কয়েকজন বাউল শুভেচ্ছা বক্তব্য রাখেন।
Leave a Reply