নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগ জুড়ে বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। তবে বেশিরভাগ সময়ই বৃষ্টি হচ্ছে হালকা। অবশ্য মাঝে মধ্যে মাঝারি রূপ নিচ্ছে।
আবহওয়া বিভাগ শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করে ২১ মিলিমিটার। তবে শনিবার ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।
সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত। পাহাড়-টিলায় বসবাসকারীদেরকেও সতর্ক করা হয়েছে।
ইতোমধ্যে বন্যা দেখা দিয়েছে সুনামগঞ্জে। মৌলভীবাজার এবং হবিগঞ্জেও কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে।
Leave a Reply