সিলেট বিভাগ গণদাবী পরিষদের আলোচনা সভা শনিবার বিকাল ৪টায় সমবায় ভবনস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহ সভাপতি অধ্যাপক মোহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে এতে বক্তারা মহানগরীর শেখঘাট জিতু মিয়ার পয়েন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত চারলেনের উড়াল সড়ক নির্মাণ সহ সিলেটে প্রকৌশল বিশ্ববিদ্যালয় (সিয়েট) প্রতিষ্ঠার দাবি জানান।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক এম শফিকুর রহমান, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠু, শাহ মো ইব্রাহিম আলী, কামিনী বৈদ্য, এম এ ছালাম, জাহেদ আহমদ, সেলিম আহমদ, মো নিজাম উদ্দিন, পানুর রহমান, মো মঞ্জুর রহমান, সিরাজুল ইসলাম, মো মুরশেদ আলম লস্কর প্রমুখ।
Leave a Reply