নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে শান্তিপূর্ণ পরিবেশে ও সুষ্ঠুভাবে চার জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, এবারের নির্বাচন অনুষ্ঠিত হয় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে। ফলে ভোটগ্রহণ শেষ হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই বেসরকারি ফলাফল আসতে শুরু করে।
সিলেট ও মৌলভীবাজারে ভোটগ্রহণ হয় কেবলমাত্র সদস্য পদে। কারণ চেয়ারম্যান পদে দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান।
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেটে অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও মৌলভীবাজারে মিছবাউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।
অন্যদিকে সোমবার অনুষ্ঠিত নির্বাচনে সুনামগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নূরুল হুদা মুকুট ও হবিগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী ডা মুশফিক হুসেন চৌধুরী জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে সদস্য প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যানরাই পুননির্বাচিত হয়েছেন।
Leave a Reply