নিজস্ব প্রতিবদেক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য জব্দ ও ১৫ জনকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ সিপিএসসির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো সামিউল আলমের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার রাত ৩টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধরাকুল এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেট পেশাদার মাদক কারবারি মো ফরিদ আহম্মদকে (পিতা মৃত মসদ্দর আলী, ধরাকুল, কোম্পানীগঞ্জ, সিলেট) গ্রেফতার করে।
এর আগে রবিবার বিকেল সোয়া ৩টা ও সাড়ে ৫টার দিকে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো সামিউল আলমের নেতৃত্বে পৃথক দু’টি আভিযানিক দল সিলেট মহানগরীর আম্বরখানা ও ঘাসিটুলা এলাকায় অভিযান পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন দমন এবং পারিবারিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামি সেলিম আহম্মদ (পিতা মৃত হুশিয়ার আলী, আম্বরখানা, সিলেট) ও জুনেদ মিয়াকে (পিতা জইন উদ্দিন, ১০৩ ব্লক-বি সবুজ সেনা, ঘাসিটুলা, সিলেট) গ্রেফতার করে।
একইদিন রাত ১০টার দিকে একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো সামিউল আলমের নেতৃত্বে এসএমপির বিমানবন্দর থানাধীন লাক্কাতুরা চা-বাগানের সাঁওতালপাড়ায় অভিযান চালিয়ে ৯০ লিটার চোলাই মদসহ পেশাদার মাদক কারবারি কানাই লাল দাস (পিতা মৃত চন্দ্র মনি দাস, আটঘর, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার), মো মনসুর আলম (পিতা মো মকবুল আলী, ভূঁইয়ারচর, সদর, সিলেট), আব্দুল্লাহ খান (পিতা মৃত আব্দুল মগ্নি, কাজলশাহ, সিলেট), যতীন্দ্র দে (পিতা মৃত রবিন্দ্র দে, নোয়াখালী, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ), সুনাই শুক্লবৈদ্য (পিতা মৃত দীনেশ শুক্লবৈদ্য, রন্নারচর, দিরাই, সুনামগঞ্জ), দুলাল রায় (পিতা মৃত ঝুনু রায়, মধ্যনগর, সুনামগঞ্জ), পূজন পাল (পিতা মৃত মনিন্দ্র পাল, সাচনা, জামালগঞ্জ, সুনামগঞ্জ), জয়কান্ত তালুকদার (পিতা মৃত সাধনকান্ত তালুকদার, নন্দীপাড়া, মধ্যনগর, সুনামগঞ্জ) ও টিটু রায়কে (পিতা মৃত নেপাল রায়, হরিপুর, জামালগঞ্জ, সুনামগঞ্জকে আটক)
এইদিন রাত সাড়ে ১০টায় সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা ও এএসপি এ কে এম কামরুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল সিলেটের জৈন্তাপুর উপজেলার দলইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৬৮০ পিস ইয়াবা, মাদক বিক্রয় লব্ধ ১৪ হাজার ৬৫০ টাকা, ১২টি দেশীয় বড় ছোরা, ৫টি দেশীয় ছোট ছোরা, ৫৮টি কার্তুজ খোসা, ৬টি হেলমেট ও ৩১ পিস বুলেটপ্রুফ জ্যাকেটসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী ও পেশাদার মাদক কারবারি মো আব্দুল কুদ্দুসকে (পিতা মো আলকাছ মিয়া, দলইপাড়া, জৈন্তাপুর, জেলা) গ্রেফতার করে।
একই দিন রাত পৌণে ২টার দিকে কমান্ডিং অফিসাস লে কর্নেল আবু মুসা মো শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর মো শওকাতুল মোনায়েম ও এসপি ওবাইনের সহযোগিতায় সদর কোম্পানির একটি আভিযানিক দল সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী লিলু মিয়াকে (পিতা মৃত আছির আলী, কচুরগাঁও, ছাতক, সুনামগঞ্জ) গ্রেফতার করে।
এর আগে রাত পৌণে ১২টার দিকে কমান্ডিং অফিসাস লে. কর্নেল আবু মুসা মো শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর মো শওকাতুল মোনায়েম ও এসপি ওবাইনের সহযোগিতায় সদর কোম্পানির একটি আভিযানিক দল সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা অভিযান পরিচালনা করে ১টি বিদেশী রিভলবারসহ সন্ত্রাসী নূর মিয়াকে (পিতা মৃত রিফাত উল্লাহ, পিঠাপই, দক্ষিণ সুনামগঞ্জ) গ্রেফতার করে।
আলাদা আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানায়, আলামতসহ গ্রেফতারকৃত সকল আসামিকে সংশ্লিষ্ট থানাগুলোতে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply