নিজস্ব প্রতিবেদক : পাঁচ দফা দাবিতে সিলেট বিভাগে রবিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট চলছে।
বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি এই ধর্মঘট আহ্বান করেছে।
সংগঠনের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, রিক্সা ও অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিবহণ ছাড়া অন্যান্য যানবাহন চলাচল বন্ধ থাকবে।
শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, মে দিবসে সিএনজি অটোরিক্সা শ্রমিকদের উপর হামলার বিচার, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, জেলা শ্রমিক লীগ সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজের ট্রেড ইউনিয়ন তৎপরতা নিষিদ্ধ করা, বিভিন্ন পৌরসভায় পরিবহণ কর প্রত্যাহার ও সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহণ বন্ধ করা।
এর আগে এসব দাবিতে ১১ মে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেয়া হয়; কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানে কোন উদ্যোগ নেওয়া হয়নি বলে পরিবহণ শ্রমিক নেতারা অভিযোগ করেছেন।
Leave a Reply