নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মহামারি করোনার থাবায় একদিনে আরো ২১ জন প্রাণ হারালেন। অন্যদিকে নমুনা পরীক্ষার তুলনায় বেড়ে গেছে নতুন করে আক্রান্তের সংখ্যা ও শনাক্তের হার। সুস্থ হয়ে উঠার সংখ্যাও কমে গেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৫৬৭ জনের, যা মঙ্গলবারে শনাক্তের চেয়ে ১০ জন বেশি। আগেরদিন ৫৫৭ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হারও ১ দশমিক ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সিলেট বিভাগে ১ হাজার ৮৬৩টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ১ হাজার ২৬, সুনামগঞ্জে ২৭৫, মৌলভীবাজারে ৩৫৪ ও হবিগঞ্জে ২০৮। এরমধ্যে সিলেটে ৩৫৯ জন, সুনামগঞ্জে ৫৩ জন, মৌলভীবাজারে ১০০ জন ও হবিগঞ্জে ৫৫ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ৩০ দশমিক ৪৩। বুধবারে ছিল ২৯ দশমিক ০৬। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৩৪ দশমিক ৯৯, সুনামগঞ্জে ১৯ দশমিক ২৭, মৌলভীবাজারে ২৮ দশমিক ২৫ ও হবিগঞ্জে ২৬ দশমিক ৪৪।
এই সময়ে মৃত্যু হয়েছে ২১ জনের। এরমধ্যে সিলেট জেলাই মারা গেছেন ১৯ জন। এছাড়া সুনামগঞ্জ জেলায় ১ জন ও হবিগঞ্জ জেলায় ১ জন মারা গেছেন। আগের দিন ২২ জন মারা গিয়েছিলেন।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ৩১৫ জন, সুনামগঞ্জ জেলায় ১৮০ জন, মৌলভীবাজার জেলায় ৮২ জন ও হবিগঞ্জ জেলায় ১৫ জন মিলিয়ে ৫৯২ জন। আগের দিন ৭১৫ জন সুস্থ হয়েছিলেন।
Leave a Reply