নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, নারী ও শিশু সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
আওয়ামী লীগের সিলেট জেলা সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান এবং মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান দলীয় নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় শহিদমিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মী। অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে সকালে সিলেট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় সম্মিলিত কুচ-কাওয়াজ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারীরিক কসরৎ প্রদর্শন করে।
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বর্ণিল আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকালে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এছাড়া শিক্ষার্থীদের পরিচালনা ও পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল।
আলোচনা ও পুরস্কার বিতরণ পর্বে সভাপতিত্ব করেন, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দেবনাথ। অতিথি ছিলেন, সহকারী প্রধান শিক্ষক কবির খান ও মোখলেসুর রহমান। এছাড়া কয়েকজন শিক্ষার্থীও আলোচনায় অংশ নেয়।
অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন, শিক্ষক ফৌজিয়া আক্তার।
সিলটিভি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।
সিলেটের হাজী মোহাম্মদ সফিক উচ্চ বিদ্যালয়ে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও আলোচনা সভার মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
সকালে বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মাহবুবুল আলম মিলন। সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক আব্দুল হাছিব। বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য সাইফুদ্দিন আহমদ সাবিল, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ও পরিচালনা কমিটির সদস্য আমেনা বেগম। পরিচালনায় ছিলেন, তানহা আক্তার ও মারুফা বেগম।
সিলেটে নিউ আলফালাহ সিন্ডিকেটের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে নিউ আলফালাহ সিন্ডিকেটের বার্ষিক সাধারণ সভার বিশেষ পর্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, নিউ আলফালাহ সিন্ডিকেটের চেয়ারম্যার খাইরুল হোসেন। প্রধান আলোচক ছিলেন, সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম মিলন। নিউ আলফালাহ সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী আকিকের পরিচালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, পরিচালক সিরাজুল ইসলাম সিরাজী, তাজুল ইসলাম, আখলাকুল মৌলা বাহার, আব্দুল কাদির ও আমিনুর রহমান খসরু।
সুনামগঞ্জ প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী তরুণ লীগ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের হাজীপাড়া থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রমিজ বিপণিতে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা তরুণ লীগের সভাপতি নাজমুল হুদা বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক শংকর দাস, তাহিরপুর উপজেলা সাধারণ সম্পাদক অমল কর, জেলা তরুণ লীগের সহ সভাপতি কুলেন্দু শেখর দাস তালুকদার ও সহ সভাপতি কাজল চন্দ্র দে।
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।
এরপর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নামে। শ্রদ্ধা জানান, সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত আসনের সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল। এছাড়াও মৌলভীবাজার পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, মৌলভীবাজার প্রেসক্লাব, মৌলভীবাজার টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, সিভিল সার্জন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, রেডক্রিসেন্ট সোসাইটি, সরকারি কলেজ, জেলা আইনজীবী সমিতি, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও জেলা শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পরে এম সাইফুর রহমান স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচ-কাওয়াজ, শারীরিক কসরৎ প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
Leave a Reply