নিজস্ব প্রতিবেদক : সিলেট সহ সারাদেশে ব্যাপক ও বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। পুরো জাতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে স্বাধীনতার মহানায়কের স্মৃতির প্রতি। আর নতুন প্রজন্ম শপথ নিয়েছে সোনার বাংলার সোনার মানুষ হিসেবে গড়ে উঠার। সিলটিভি সহ দেশের সকল গণমাধ্যম দিনটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে।
সিলেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচি শুরু হয় রবিবার প্রথম প্রহরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের কেক কাটার মধ্য দিয়ে। এসময় উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে ঢল নামে সবর্স্তরের মানুষের। বিভাগীয়, জেলা ও পুলিশ প্রশাসন, অন্যান্য সরকারি দফতর, বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শিশু সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় জাতির পিতার প্রতিকৃতিতে।
এরপর জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় একটি শোভাযাত্রা। এতে অংশ নেন, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব, পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া ও পুলিশ সুপার মনিরুজ্জামান।
শোভাযাত্রা শেষ কবি নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভা ও জেলা শিশু একাডেমি আয়োজিত কুইজ ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
বিকেলে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
এছাড়াও মহানগরী সহ জেলার সর্বত্র নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে কেক কাটা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, শোভাযাত্রা ও আলোচনা সভা সহ বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসক আব্দুল আহাদের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে আরো অংশ নেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান।
এদিকে দুপুরে সুনামগঞ্জ জেলা যুবলীগ ও জেলা তরুণ লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা হয়।
প্রথমে কেক কাটেন, জেলা তরুণ লীগের সভপতি নাজমুল হুদা বকুল ও জ্যেষ্ঠ সহ সভাপতি কুলেন্দু শেখর দাস।
পরে কেক কাটেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু ও যুবলীগ নেতা সবুজ কান্তি দাস।
হবিগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস হবিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান, প্রশাসনের কর্মকর্তাগণ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
পরে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে।
এছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন ও আর্দশ নিয়ে চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন মসজিদে দোয়া ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার করা হয়।
Leave a Reply