নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের বিভিন্ন জেলায় প্রথমবার নানা কর্মসূচিতে শনিবার পঁচিশে মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগরীর পূর্ব শাহী ঈদগা এলাকায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সদস্য ব্যারিস্টার আরশ আলী।
মেট্রোপলিটন ইউনিভার্সিটি : জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড মো সালেহউদ্দিন। প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড ও ট্রাস্টির চেয়ারম্যান ড তৌফিক রহমান চৌধুরী।
মুক্তিযুদ্ধ পাঠাগার : জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে সিলেটে মুক্তিযুদ্ধ পাঠাগারের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও নিবেদিত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।
মহানগরীর জিন্দাবাজারে মুক্তিযুদ্ধ পাঠাগারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রথম দিনের সূর্যের সভাপতি কবি এনায়েত হাসান মানিক। সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ পাঠাগারের সদস্য অধ্যাপক আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন সিলেট লেখিকা সংঘের উপদেষ্টা কবি লুৎফুন্নেছা লিলি ও নন্দিনী সাহিত্য ও পাঠ চক্রের সাধারণ সম্পাদক হোসনে আরা কলি। স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ পাঠাগারের সদস্য ধ্রুব গৌতম। বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক গৌতম চক্রবর্তী, বাহাউদ্দিন বাহার, কবি কামাল আহমদ ও রাজিব চৌধুরী।
সুনামগঞ্জ : সুনামগঞ্জে ঘাতক দালাল নির্মূল কমিটি সহ বিভিন্ন সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে দুপুর সাড়ে ১২টায় শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগারের সমানে থেকে একটি মৌন মিছিল বের হয়।
মৌন মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাবেক সভাপতি সালেহ আহমদ, যুগ্ম আহবায়ক রুহুল কবির তুহিন, মুক্তিযোদ্ধা সাধন ভদ্র ও খেলাঘর জেলা কমিটির সভাপতি বিজন সেন রায়।
Leave a Reply