জয়ন্ত কুমার দাস : সিলেট বিভাগে নতুন করে আরো ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ফল আসে।
নতুন শনাক্তদের মধ্যে রয়েছেন, সিলেট জেলাঙ ৩০ জন, সুনামগঞ্জ জেলায় ২, মৌলভীবাজার জেলায় ১ ও হবিগঞ্জ জেলায় ২ জন। ।এনিয়ে সিলেট বিভাগে ৭ হাজার ৩৮১ জন করোনায় আক্রান্ত হলেন।
আক্রান্তের সংখ্যা সিলেট জেলায় সর্বাধিক ৩ হাজার ৯৬৪ জন। অন্য ৩ জেলার মধ্যে সুনামগঞ্জে ১ হাজার ৩৮৭ জন, হবিগঞ্জে ১ হাজার ১১১ জন ও মৌলভীবাজারে ৯১৯ জন।
এপর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৩০৩৪। সবমিলিয়ে মারা গেছেন ১৩০ জন। এরমধ্যে সিলেটে ৯৬ জন, সুনামগঞ্জে ১৪ জন, মৌলভীবাজারে ১০ জন ও হবিগঞ্জে ১০ জন।
Leave a Reply