জয়ন্ত কুমার দাস : সিলেট বিভাগে নতুন করে আরও ১০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এরমধ্যে রয়েছেন, সিলেট জেলায় ৫৮ জন, সুনামগঞ্জ জেলায় ২১ জন, মৌলভীবাজার জেলায় ১২ জন ও হবিগঞ্জ জেলায় ১৬ জন।
এনিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৪০৪ জন। জেলা ভিত্তিক এ সংখ্যা হলো, সিলেটে ৪ হাজার ৫৩৩, সুনামগঞ্জে ১ হাজার ৫৭১, মৌলভীবাজারে ১ হাজার ৫৮ ও হবিগঞ্জে ১ হাজার ২৪২।
এদিকে সিলেট বিভাগে ৩ হাজার ৭৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর মারা গেছেন ১৫১ জন।
Leave a Reply