জয়ন্ত কুমার দাস : সিলেট বিভাগে বুধবার নতুন করে আরও ৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এরমধ্যে রয়েছেন, সিলেট জেলায় ৪২ জন, সুনামগঞ্জ জেলায় ২৫ জন, মৌলভীবাজার জেলায় ২১ জন ও হবিগঞ্জ জেলায় ১৬ জন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৭১০। এরমধ্যে আছেন, সিলেট জেলায় ৫ হাজার ১৬৬ জন, সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৮৪৬ জন, মৌলভীবাজার জেলায় ১ হাজার ২৯০ জন ও হবিগঞ্জ জেলায় ১ হাজার ৪১৩ জন।
অন্যদিকে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭১। এরমধ্যে রয়েছেন, সিলেট জেলায় ১২২ জন, সুনামগঞ্জ জেলায় ১৯ জন, মৌলভীবাজার জেলায় ১৯ জন ও হবিগঞ্জ জেলায় ১১ জন ।
এপর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৪০ জন। এরমধ্যে আছেন, সিলেট জেলায় ১ হাজার ৭৩০ জন, সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৩৯৮ জন, মৌলভীবাজার জেলায় ৭৯২ জন ও হবিগঞ্জ জেলায় ৯২০ জন ।
Leave a Reply