নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরে সিলেট বিভাগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর-এলজিইডির আওতায় প্রায় ১৫শ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে।
রবিবার সকালে সিলেট বিভাগের চলমান উন্নয়ন কার্যক্রম বিষয়ক কর্মশালায় এ তথ্য জানানো হয়।
এলজিইডি সিলেট কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামাপ্রসাদ অধিকারী। সিলেট বিভাগের ৩৫০ জন কর্মকর্তা এতে যোগ দেন।
প্রধান প্রকৌশলী জানান, সারা দেশে এলজিইডির আওতায় ১৪ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
তিনি উন্নয়ন কাজে গুণগত মান বজায় রাখার বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের নির্দেশ দেন।
Leave a Reply