নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মহামারি করোনা শনাক্তের হার বাড়তে শুরু করেছে। তবে কমেছে মৃত্যু। একই সঙ্গে সুস্থ হওয়ার সংখ্যাও গত ৩ দিন ধরে কমছে।
সিলেট জেলায় বৃহস্পতিবার মুত্যু শূন্যতে নামলেও পরদিন আবার তিনে উঠে যায়। তবে শনিবার কমে দুইয়ে নামে। রবিবার মারা যান একজন। তবে এই সময়ে বিভাগের অন্যকোন জেলায় কারো মৃত্যু হয়নি।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৪৬ জনের। এর আগে শুক্রবার ৩৮ জনের ও শনিবার ৩১ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।
বিভাগে সর্বশেষ গড় শনাক্তের শতকরা হার ৬ দশমিক ৬১। শুক্রবার নেমেছিল ৫ শতাংশের নিচে; কিন্তু শনিবার আবার ৫ দশমিক ১৩ এ পৌঁছে যায়।।
জেলা ভিত্তিক সর্বশেষ শনাক্তের হার হলো, সিলেটে ৬ দশমিক ২৯, সুনামগঞ্জে ০, মৌলভীবাজারে ১১ দশমিক ৪৩ ও হবিগঞ্জে ৪ দশমিক ৫৫ শতাংশ।
অন্যদিকে বিভাগে সুস্থ হয়েছেন ১৩৭ জন। শুক্রবার সুস্থ হয়েছিলেন ১৮৬ জন। আর শনিবারে ১৩৮ জন করোনামুক্ত হন।
Leave a Reply