দীপ্র আসিফুল হাই : সিলেট বিভাগের চার জেলায় করোনায় মৃত্যু কমেছে; কিন্তু বেড়ে গেছে সংক্রমণের হার। এক্ষেত্রে হবিগঞ্জ এখনো শীর্ষে রয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৫৩৮ জনের, যা বুধবারে শনাক্তের চেয়ে ১০৫ জন বেশি। শনাক্তের দিক দিয়ে সিলেট জেলা এখনো শীর্ষে আছে।
সিলেট বিভাগে ১২৩৭টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ৬৮২, সুনামগঞ্জে ১৫২, মৌলভীবাজারে ১৯৭ ও হবিগঞ্জে ২০৬। এরমধ্যে সিলেটে ২৮৩ জন, সুনামগঞ্জে ৬৫ জন, মৌলভীবাজারে ৯১ জন ও হবিগঞ্জে ৯৯ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
বিভাগে গড় শনাক্তের শতকরা হার ৪৩ দশমিক ৪৯। জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৪১ দশমিক ৫০, সুনামগঞ্জে ৪২ দশমিক ৭৬, মৌলভীবাজারে ৪৬ দশমিক ১৯ ও হবিগঞ্জে ৪৮ দশমিক ০৬।
এই সময়ে মারা গেছে ৩ জন। এর মাঝে ১ জন সিলেট জেলার, ১ জন সুনামগঞ্জ জেলার ও ১ জন হবিগঞ্জ জেলার অধিবাসী। আগের দিন ৯ মারা গিয়েছিল।
অন্যদিকে সুস্থ হয়েছে, সিলেট জেলায় ১৭২ জন, মৌলভীবাজার জেলায় ৮১ জন ও হবিগঞ্জ জেলায় ২৪ জন মিলিয়ে ২৭৭ জন। আগের দিন ২৪১ জন সুস্থ হয়েছিল।
Leave a Reply