দীপ্র আসিফুল হাই : সিলেট বিভাগের চার জেলায় করোনায় মৃত্যু, আক্রান্ত ও শনাক্তের হার কিছুটা কমেছে। ফলে খানিকটা স্বস্তিবোধ করছে কোটি মানুষ। অন্যদিকে সুস্থতাও কমেছে। এমন পরিস্থিতিতে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে লকডাউন শিথিলে ব্যাপক সংক্রমণের আশংকামুক্ত হতে পারছেনা।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩৪১ জনের, যা শুক্রবারে শনাক্তের চেয়ে ২৪৩ জন কম।
সিলেট বিভাগে ৯০২টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ৫২৬, সুনামগঞ্জে ৮১, মৌলভীবাজারে ১৭৬ ও হবিগঞ্জে ১১৯। এরমধ্যে সিলেটে ২০৩ জন, সুনামগঞ্জে ২২ জন, মৌলভীবাজারে ৬০ জন ও হবিগঞ্জে ৫৬ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
বিভাগে গড় শনাক্তের শতকরা হার কমে হয়েছে ৩৭ দশমিক ৮০। জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৩৮ দশমিক ৫৯, সুনামগঞ্জে ২৭ দশমিক ১৬, মৌলভীবাজারে ৫০ দশমিক ৪২ ও হবিগঞ্জে ৩১ দশমিক ৮২।
এই সময়ে মারা গেছে ২ জন। তারা সিলেট জেলার অধিবাসী। আগের দিন ৯ মারা গিয়েছিল।
অন্যদিকে সুস্থ হয়েছে, সিলেট জেলায় ৯৭ জন ও মৌলভীবাজার জেলায় ১২ জন মিলিয়ে ১০৯ জন। আগের দিন ২৪৩ জন সুস্থ হয়েছিল।
Leave a Reply