নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে করোনায় একদিনে দুই জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৬ জন। এ সংখ্যা আগেরদিনের চেয়ে কম। নমুনা পরীক্ষাও কমেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ৪ জেলার মধ্যে সিলেটে ৯৪ জন, সুনামগঞ্জে ৫ জন, মৌলভীবাজারে ৭ জন ও হবিগঞ্জে ৪ জন মিলিয়ে সর্বমোট ১১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবারে এ সংখ্যা ছিল ১১৯। অর্থাৎ ৯ জন কমেছে।
নমুনা পরীক্ষায় সিলেটে ১৩ জনের, সুনামগঞ্জে ২ জনের ও মৌলভীবাজারে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৪ দশমিক ৫৫। আগেরদিন ছিল ১৫ দশমিক ১৩। তবে মৃত্যু ছিলনা।
অন্যদিকে সিলেট জেলায় ১৪ জন ও সুনামগঞ্জ জেলায় ৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
এছাড়া সিলেটে দুই জনের মৃত্যু হয়েছে।
Leave a Reply