নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মহামারি করোনার থাবায় একদিনে ২২টি জীবন প্রদীপ নিভে গেছে। অন্যদিকে একই সময়ে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৫৫৭ জনের, যা মঙ্গলবারে শনাক্তের চেয়ে ৩৩ জন কম। আগেরদিন ৫৯০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। তবে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সিলেট বিভাগে ১ হাজার ৯১৭টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ১ হাজার ২৬, সুনামগঞ্জে ২৯২, মৌলভীবাজারে ৩৪৯ ও হবিগঞ্জে ২৫০। এরমধ্যে সিলেটে ৩১৯ জন, সুনামগঞ্জে ৬৩ জন, মৌলভীবাজারে ১১৪ জন ও হবিগঞ্জে ৬১ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ২৯ দশমিক ০৬। রবিবারে ছিল ২৮ দশমিক ৭২। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৩১ দশমিক ০৯, সুনামগঞ্জে ২১ দশমিক ৫৮, মৌলভীবাজারে ২৪ দশমিক ৪০ ও হবিগঞ্জে ৩২ দশমিক ৬৬।
এই সময়ে মৃত্যু হয়েছে ২২ জনের। এরমধ্যে সিলেট জেলাই মারা গেছেন ১৯ জন। এছাড়া মৌলভীবাজার জেলায় ১ জন ও হবিগঞ্জ জেলায় ২ জন মারা গেছেন। আগের দিন বিভাগে ১৭ জন মারা গিয়েছিলেন।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ৩৪৬ জন, সুনামগঞ্জ জেলায় ১৩২ জন, মৌলভীবাজার জেলায় ১৭০ জন ও হবিগঞ্জ জেলায় ৬০ জন মিলিয়ে ৭১৫ জন। আগের দিন ৩০৭ জন সুস্থ হয়েছিলেন।
Leave a Reply