নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২ জন। অন্যদিকে ৯ জন সুস্থ হয়েছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের করোনা সংক্রমণ সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে জানা যায়, রবিবার সকাল ৮ পর্যন্ত বিভাগের তিন জেলা সিলেটে ১১৮ জন, সুনামগঞ্জে ৪ জন ও মৌলভীবাজারে ১৭ জনের অর্থাৎ ১৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।
তাতে সিলেটে ১০ জনের ও মৌলভীবাজারে ২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। সংক্রমণের শতকরা হার ৮ দশমিক ৬৯।
একই সময়ে সিলেটে করোনায় মারা গেছেন একজন। তবে জেলায় ৯ জন সুস্থ হয়েছেন ।
Leave a Reply