নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের চার জেলায় একদিনে করোনা শনাক্ত ৬০০ ছাড়িয়ে গেছে। এ সংখ্যা আগেরদিনের প্রায় দেড়গুণ। একই সঙ্গে মৃত্যুও বেড়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৬০২ জনের, যা শনিবারে শনাক্তের চেয়ে ২০৮ জন বেশি। তবে শনাক্তের হার কমেছে। এক্ষেত্রে জেলাগুলোর মধ্যে শীর্ষে মৌলভীবাজার। সেখানে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫৩ শতাংশের উপরে চলে গেছে।
সিলেট বিভাগে ১৪৩৬টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ৬৮৬, সুনামগঞ্জে ২৬১, মৌলভীবাজারে ২৬৭ ও হবিগঞ্জে ২২২। এরমধ্যে সিলেটে ২৮৫ জন, সুনামগঞ্জে ৮৮ জন, মৌলভীবাজারে ১৪২ জন ও হবিগঞ্জে ৮৭ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
বিভাগে গড় শনাক্তের শতকরা হার ৪১ দশমিক ৯২। জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৪১ দশমিক ৫৫, সুনামগঞ্জে ৩৩ দশমিক ৭২, মৌলভীবাজারে ৫৩ দশমিক ১৮ ও হবিগঞ্জে ৩৯ দশমিক ১৯।
এই সময়ে মারা গেছে ৭ জন। এর মাঝে ৬ জনই সিলেট জেলার অধিবাসী। অন্যজন সুনামগঞ্জ জেলার। আগের দিন ৬ মারা গিয়েছিল।
অন্যদিকে সুস্থ হয়েছে, সিলেট জেলায় ১০৫ জন, সুনামগঞ্জ জেলায় ৫ জন, মৌলভীবাজার জেলায় ২৭ জন ও হবিগঞ্জ জেলায় ৩ জন। আগের দিন ১১৮ জন সুস্থ হয়েছিল।
Leave a Reply