নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের চার জেলায় মহামারি করোনার ভয়ংকর থাবা আরো বিস্তৃত হয়েছে। ইতোমধ্যে আক্রান্ত শনাক্তের হার ছাড়িয়ে গেছে ৫৫ শতাংশ। অন্যদিকে সুস্থ হওয়ার সংখ্যা কমে গেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩৯৪ জনের, যা শুক্রবারে শনাক্তের চেয়ে ৪৮ জন কম; কিন্তু শনাক্তের হার ১২.২৯ শতাংশ বেশি। এক্ষেত্রে সিলেট জেলা শীর্ষে অবস্থান করছে।
সিলেট বিভাগে ৭১১টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ৪৮৪, সুনামগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১১৪ ও হবিগঞ্জে ৭৮। এরমধ্যে সিলেটে ২৯২ জন, সুনামগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ৫৪ জন ও হবিগঞ্জে ৩৫ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
বিভাগে গড় শনাক্তের শতকরা হার ৫৫ দশমিক ৪১। জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৬০ দশমিক ৩৩, সুনামগঞ্জে ৩৭ দশমিক ১৪, মৌলভীবাজারে ৪৭ দশমিক ৩৭ ও হবিগঞ্জে ৪৪ দশমিক ৮৭।
এই সময়ে মারা গেছে ৬ জন। এর মাঝে ৪ জনই সিলেট জেলার অধিবাসী। অন্যদের মধ্য একজন সুনামগঞ্জ জেলার ও আরেকজন মৌলভীবাজার জেলার অধিবাসী। আগের দিনও ৬ মারা গিয়েছিল।
অন্যদিকে সুস্থ হয়েছে, সিলেট জেলায় ১০৪ জন, সুনামগঞ্জ জেলায় ৪ জন ও মৌলভীবাজার জেলায় ১০ জন। হবিগঞ্জ জেলায় কেউ সুস্থ হয়নি। আগের দিন ১৩৬ জন সুস্থ হয়েছিল।
Leave a Reply