নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মহামারি করোনার নমুনা পরীক্ষা, নতুন আক্রান্ত ও মৃত্যু সংখ্যা আগেরদিন থেকে কমলেও শনাক্তের হার বেড়ে গেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩৫৯ জনের, যা রবিবারে শনাক্তের চেয়ে ১০১ জন কম। আগেরদিন ৪৬০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।
সিলেট বিভাগে ১ হাজার ২৭৩টি নমুনা পরীক্ষা হয়। আগের দিন এ সংখ্যা ছিল ১ হাজার ৭২২। জেলা ভিত্তিক সর্বশেষ সংখ্যা হলো, সিলেটে ৭৯২, সুনামগঞ্জে ১১৫, মৌলভীবাজারে ১৯২ ও হবিগঞ্জে ১৭৪। এরমধ্যে সিলেটে ২৬৪ জন, সুনামগঞ্জে ১৯ জন, মৌলভীবাজারে ৩৮ জন ও হবিগঞ্জে ৩৮ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ২৮ দশমিক ২০। রবিবারে ছিল ২৬ দশমিক ৭১। অর্থাৎ ১ দশমিক ৪৯ শতাংশ বেড়ে গেছে। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৩৩ দশমিক ৩৩, সুনামগঞ্জে ১৬ দশমিক ৫২, মৌলভীবাজারে ১৯ দশমিক ৭৯ ও হবিগঞ্জে ২১ দশমিক ৮৪।
এই সময়ে মৃত্যু হয়েছে ৪ জনের। এরমধ্যে সিলেট জেলায় ৪ জন ও মৌলভীবাজার জেলায় ১ জন মারা গেছেন। আগের দিন ১৩ জন মারা গিয়েছিলেন।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ২৯৩ জন, মৌলভীবাজার জেলায় ৫৭ জন ও হবিগঞ্জ জেলায় ৪১ জন মিলিয়ে ৩৯১ জন। আগের দিন ৪৭৪ জন সুস্থ হয়েছিলেন।
Leave a Reply