দীপ্র আসিফুল হাই : সিলেট বিভাগে মহামারি করোনার নমুনা পরীক্ষা কমেছে। আক্রান্তের সংখ্যাও আগেরদিনের চেয়ে কম; কিন্তু শনাক্তের হার বেড়ে গেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৮৫৩ জনের, যা রবিবারে শনাক্তের চেয়ে ১৪৩ জন কম। অনদিকে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪ দশমিক ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সিলেট বিভাগে ১ হাজার ৯৫৪টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ১০৩২, সুনামগঞ্জে ২৮৩, মৌলভীবাজারে ৪৫৬ ও হবিগঞ্জে ১৮৩। এরমধ্যে সিলেটে ৪৭৯ জন, সুনামগঞ্জে ১০৭ জন, মৌলভীবাজারে ১৯০ জন ও হবিগঞ্জে ৭৭ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ৪৩ দশমিক ৬৫। আগের দিন ছিল ৩৮ দশমিক ৮২। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৪৬ দশমিক ৪১, সুনামগঞ্জে ৩৭ দশমিক ৮১, মৌলভীবাজারে ৪১ দশমিক ৬৭ ও হবিগঞ্জে ৪২ দশমিক ০৮।
এই সময়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। এরমধ্যে ১০ জনই মারা গেছেন সিলেট জেলায়। এছাড়া সুনামগঞ্জ জেলায় ১ জন, মৌলভীবাজার জেলায় ১ জন ও হবিগঞ্জ জেলায় ২ জনের মৃত্যু হয়েছে। আগের দিন ৯ জন মারা গিয়েছিলেন।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ২৪৪ জন, সুনামগঞ্জ জেলায় ৪৩ জন, মৌলভীবাজার জেলায় ১৩৯ জন ও হবিগঞ্জ জেলায় ৪২ জন মিলিয়ে ৪৬৮ জন। আগের দিন ৩০৫ জন সুস্থ হয়েছিলেন।
Leave a Reply