নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের চার জেলায় করোনার নমুনা পরীক্ষা আরো কমেছে; কিন্তু বেড়ে গেছে শনাক্তের সংখ্যা। তবে মৃত্যু কমেছে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৮৯ জনের, যা বুধবারে শনাক্তের চেয়ে ২৭ জন বেশি। এই হিসেবে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সিলেট বিভাগে ৯৬৯টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ৫২৬, সুনামগঞ্জে ৭৭, মৌলভীবাজারে ২১২ ও হবিগঞ্জে ১৫৪। এরমধ্যে সিলেটে ২৫৬ জন, সুনামগঞ্জে ১৬ জন, মৌলভীবাজারে ৬৬ জন ও হবিগঞ্জে ৫১ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
বিভাগে গড় শনাক্তের হার ৪০ দশমিক ১৪। জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৪৮ দশমিক ৬৭, সুনামগঞ্জে ২০ দশমিক ৭৬, মৌলভীবাজারে ৩১ দশমিক ১৩ ও হবিগঞ্জে ৩৩ দশমিক ১২।
এই সময়ে মারা গেছে ৩ জন। সবাই সিলেট জেলার অধিবাসী।
অন্যদিকে সুস্থ হয়েছে সিলেট জেলায় ১০৮ জন, সুনামগঞ্জ জেলায় ৮ জন, মৌলভীবাজার জেলায় ১৩ জন ও হবিগঞ্জ জেলায় ১ জন।
Leave a Reply