নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের ৪ জেলায় গত এক সপ্তাহে ১ হাজার ২৯০ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য বিভাগের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন বলছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ৭ দিনে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় করোনার নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া যায়। গড়ে প্রতিদিন নমুনা পরীক্ষার সংখ্যা ১৮৪। পাঁচদিনই ছিল ২০০ এর নিচে। অন্য দু’দিনের মধ্যে ৪ এপ্রিল ২২৬ জন ও ৬ এপ্রিল ২১২ জন পরীক্ষার জন্যে নমুনা দেন।
প্রতিবেদন থেকে আরও জানা গেছে, এই এক সপ্তাহে কোন মৃত্যু নেই, যা অত্যন্ত স্বস্তিদায়ক। তবে ৭ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এর মাঝে ৪ এপ্রিল ১ জন, ৫ এপ্রিল ৫ জন ও ৬ এপ্রিল ১ জন শনাক্ত হন।
অন্যদিকে এই সময়ে ৪৬২ জন সুস্থ হয়েছেন। প্রতিদিনের গড় সুস্থতার সংখ্যা ৬৬। একদিনে সর্বোচ্চ ৮০ জন ও সর্বনিম্ন ৫৮ জন সুস্থ হয়েছেন।
Leave a Reply