নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মহামারি করোনায় নমুনা পরীক্ষা, আক্রান্তের সংখ্যা ও শনাক্তের হার কমেছে। বেড়েছে সুস্থ হওয়ায় সংখ্যা; কিন্তু মৃত্যুর সংখ্যা আগের জায়গায়ই রয়ে গেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ১৬৫ জনের, যা শনিবারে শনাক্তের চেয়ে ৩৫ জন কম। আগেরদিন ২০০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।
সিলেট বিভাগে ১ হাজার ১১টি নমুনা পরীক্ষা হয়। আগের দিন এ সংখ্যা ছিল ১ হাজার ৩২। জেলা ভিত্তিক সর্বশেষ সংখ্যা হলো, সিলেটে ৬৩৭, সুনামগঞ্জে ১৮৮, মৌলভীবাজারে ১৪২ ও হবিগঞ্জে ৪৪। এরমধ্যে সিলেটে ১১০ জন, সুনামগঞ্জে ২৪ জন, মৌলভীবাজারে ২১ জন ও হবিগঞ্জে ১০ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ১৬ দশমিক ৩২। শনিবারে ছিল ১৯ দশমিক ৩৮। অর্থাৎ ৩ দশমিক ০৬ শতাংশ কমেছে। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ১৭ দশমিক ২৭, সুনামগঞ্জে ১২ দশমিক ৭৭, মৌলভীবাজারে ১৪ দশমিক ৭৯ ও হবিগঞ্জে ২২ দশমিক ৭৩ শতাংশ।
এই সময়ে মৃত্যু হয়েছে ১২ জনের। এর মধ্যে ১০ জনই মারা গেছেন সিলেট জেলায়। এছাড়া সুনামগঞ্জ জেলায় ২ জন মারা গেছেন। আগের দিনও বিভাগে ১২ জনের মৃত্যু হয়েছিল।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ২১৪ জন, সুনামগঞ্জ জেলায় ৩০ জন, মৌলভীবাজার জেলায় ৫৮ জন ও হবিগঞ্জ জেলায় ৮৮ জন মিলিয়ে ৩৯০ জন। আগের দিন ৩৪২ জন সুস্থ হয়েছিলেন।
Leave a Reply