জয়ন্ত কুমার দাস : সিলেট বিভাগে আরও ১১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ফলাফল আসে।
করোনা শনাক্তদের মধ্যে রয়েছেন, সিলেট জেলায় ৬২ জন, সুনামগঞ্জ জেলায় ৩০ জন, মৌলভীবাজার জেলায় ৪ জন ও হবিগঞ্জ জেলায় ২২ জন। এ নিয়ে পুরো বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ হাজার ১৬৮ তে।
সিলেট বিভাগে করোন আক্রান্তদের জেলা ভিত্তিক হিসেব দাঁড়িয়েছে, সিলেটে ৪ হাজার ৮৮৬ জন, সুনামগঞ্জে ১ হাজার ৭২৪ জন, মৌলভীবাজারে ১ হাজার ২১১ জন ও হবিগঞ্জে ১ হাজার ৩৪৮ জন।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬১ জন। অন্যদিকে এপর্যন্ত ৪ হাজার ৩৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
Leave a Reply