নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে আনন্দঘন পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে।
প্রতিটি পূজামণ্ডপ এখন শঙ্খধ্বনি আর ঢাকের ডাকে মুখর। অনাবিল আনন্দে মাতোয়ারা পূজারিরা। নতুন জামা গায়ে সবাই পূজার আনুষ্ঠানিকতায় মেতে উঠেছেন।
এবছর সিলেট বিভাগে ২৬১৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব চলছে। এর মধ্যে রয়েছে, সিলেটে ৫৯৮টি, সুনামগঞ্জ ৩৮৩টি, মৌলভীবাজারে ৯৯৫টি ও হবিগঞ্জে ৬৪৩টি।
শারদীয় দণর্সাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি পূজামণ্ডপে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসন পূজা উদযাপন পরিষদ সহ সংশ্লিষ্ট সবার সাথে ইতোপূর্বে এ নিয়ে মতবিনিময় করে।
Leave a Reply