হবিগঞ্জ প্রতিনিধি : সারাদেশে শেখ কামাল অনুর্ধ-২০ বিভাগীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে সিলেট বিভাগের ৩০ জন খেলোয়াড় ইয়েস কার্ড পেয়েছেন।
বৃহস্পতিবার হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এই খেলোয়াড় বাছাই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলির পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সাইফ পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ মহাসচিব আশিকুর রহমান নিপু ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আলমগীর। অনদের মধ্যে বক্তৃতা করেন, সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন, মৌলভীবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান ও হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাইফ পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো রুহুল আমিন বলেন, ফুটবলকে এগিয়ে নিতে সারা দেশে প্রতিযোগিতার আয়োজন করতে হবে। তাহলেই নতুন খেলোয়াড় তৈরি হবে। ফুটবল এগিয়ে যাবে।
Leave a Reply