নিজস্ব প্রতিবেদক : পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের ৭টি পৌরসভায় শনিবার শান্তিপূর্ণ পরিবেশে ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। কোথাও কোন গোলযোগের খবর মেলেনি।
সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নাদের বখত। তিনি পেয়েছেন ২১ হাজার ৬৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোরশেদ আলমের প্রাপ্ত ভোট ৫ হাজার ৮৭০।
ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র পদে তৃতীয়বারের মতো বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম চৌধুরী পেয়েছেন ১২ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রাশিদা বেগম ন্যান্সির প্রাপ্ত ভোট ৭ হাজার ৯০৮।
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী মো আক্তার হোসেন পেয়েছেন ৮ হাজার ৩৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র মো মিজানুর রশীদ ভূঁইয়ার প্রাপ্ত ভোট ৮ হাজার ১৮।
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী শিপার উদ্দিন আহমদ পেয়েছেন ৪ হাজার ৮৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহজাহান মিয়ার প্রাপ্ত ভোট ৪ হাজার ৬৮৭।
কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে পুননির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী জুয়েল আহমদ পেয়েছেন ৫ হাজার ২৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হেলাল মিয়ার প্রাপ্ত ভোট ২ হাজার ৮০৬।
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে পুননির্বাচিত বিএনপি প্রার্থী সাবির আহমদ চৌধুরী পেয়েছেন ৫ হাজার ৭৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেলের প্রাপ্ত ভোট ৫ হাজার ৪৮৫।
মাধবপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান মানিক পেয়েছেন ৫ হাজার ৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পংকজ কুমার সাহার প্রাপ্ত ভোট ৪ হাজার ১৮৫।
Leave a Reply