নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৭টি আসনে বিএনপি ২৯ জনকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে। এ জন্যে সোমবার ও মঙ্গলবার চিঠি দেয়া হয়েছে প্রত্যেককে। অধিকাংশ আসনে প্রার্থী সংখ্যা একাধিক। তবে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা চূড়ান্ত হলে এর মধ্য থেকে প্রায় অর্ধেকই বাদ পড়তে পারেন।
বিভাগের বিভিন্ন আসনে মনোনয়ন দিয়ে যাদেরকে চিঠি দেয়া হয়েছে তারা হলেন, সিলেট-১ খন্দকার আব্দুল মুক্তাদির ও ইনাম আহমদ চৌধুরী। সিলেট-২ তাহসিনা রুশদীর লুনা। সিলেট-৩ শফি আহমদ চৌধুরী, এম এ সালাম, এম এ হক ও আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট-৪ দিলদার হোসেন সেলিম ও অ্যাডভোকেট সামসুজ্জামান জামান। সিলেট-৫ মামুনুর রশীদ। সিলেট-৬ ফয়সল আহমদ চৌধুরী।
সুনামগঞ্জ-১ নজির হোসেন, আনিসুল হক ও কামরুজ্জামান কামরুল। সুনামগঞ্জ-২ নাছির উদ্দিন চৌধুরী ও তাহির রায়হান চৌধুরী। সুনামগঞ্জ-৪ ফজলুল হক আসপিয়া ও দেওয়ান জয়নুল জাকেরীন। সুনামগঞ্জ-৫ কলিম উদ্দিন আহমদ মিলন ও মিজানুর রহমান চৌধুরী।
মৌলভীবাজার-১ অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী ও নাসির উদ্দিন আহমদ মিঠু। মৌলভীবাজার-৩ এম নাসের রহমান। মৌলভীবাজার-৪ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব ও তার ছেলে মুহিত আশিক চিশতী।
হবিগঞ্জ-১ শেখ সুজাত মিয়া। হবিগঞ্জ-২ ডা সাখাওয়াত হাসান জীবন। হবিগঞ্জ-৩ জি কে গৌছ ও এনামুল হক শামীম। হবিগঞ্জ-৪ সৈয়দ মোহম্মদ ফয়সল।
সুুনামগঞ্জ-৩ ও মৌলভীবাজার-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের সাথে আসন বন্টনের পর মনোনয়ন দেয়া হবে।
Leave a Reply