নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্যে আওয়ামী লীগ সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৫টিতে প্রার্থী চূড়ান্ত করেছে। অন্য ৪টি আসন শরিকদের ছেড়ে দেয়া হতে পারে।
আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদেরকে শর্ত দিয়ে রাখা হয়েছে যে, বিভিন্ন জোট ও দলের সাথে ঐক্যবদ্ধ নির্বাচনের স্বার্থে মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে।
শনিবার এই প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। মনোনয়নপ্রাপ্তদের মধ্যে দুই জন ছাড়া সবাই বর্তমান সাংসদ। নতুনদের মধ্যে একজন মৌলভীবাজার-৩ আসনে নেসার আহমদ। অন্যজন হবিগঞ্জ-৪ আসনে ড ফরাস উদ্দিন। এই আসনে বর্তমান সাংসদ অ্যাডভেভাকেট মাহবুব আলীকেও মনোনয়ন দেয়া হয়েছে। শেষ পর্যন্ত একজনকে সরে যেতে হবে।
বিভিন্ন আসনে মনোনয়নপ্রাপ্তরা হলেন, সিলেট-১ ড এ কে আব্দুল মোমেন, সিলেট-৩ মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট-৪ ইমরান আহমদ ও সিলেট-৬ নুরুল ইসলাম নাহিদ। সুনামগঞ্জ-১ মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-৩ এম এ মান্নান ও সুনামগঞ্জ-৫ মহিবুর রহমান মানিক। মৌলভীবাজার-১ শাহাব উদ্দিন, মৌলভীবাজার-৩ নেসার আহমদ ও মৌলভীবাজার-৪ উপাধ্যক্ষ আব্দুস শহীদ। হবিগঞ্জ-২ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৩ অ্যাডভোকেট আবু জাহির এবং হবিগঞ্জ-৪ ড ফরাস উদ্দিন ও অ্যাডভোকেট মাহবুব আলী।
Leave a Reply