আবুল কাশেম রুমন : উপজেলা পরিষদের ষষ্ঠ নির্বাচনের প্রথম ধাপে সিলেট বিভাগের ৪ জেলায় ১১ উপজেলায় ভোটগ্রহণ চলছে; কিন্তু ভোটার উপস্থিতি খুবই কম। অন্যান্য নির্বাচনের মতো সকাল বেলা ভোটারের লাইন তেমন চোখে পড়েনি।
বুধবার, ৮ মে (২৫ বৈশাখ) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই ধাপে নির্বাচনের আওতাধীন বিভাগের উপজেলাগুলো হলো, সিলেট জেলার সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ, সুনামগঞ্জ জেলার দিরাই ও শাল্লা, মৌলভীবাজার জেলার জুড়ি, কুলাউড়া ও বড়লেখা এবং হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ ও বানিয়াচং।
সিলেটের ৪ উপজেলায় মোট ভোটকেন্দ্র ৩০২টি। ভোটার ৮ লাখ ১৪ হাজার ৫২ জন। মোট প্রার্থী সংখ্যা ৫৮। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সিলেটের ৪ উপজেলায় ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা নিশ্চিতে প্রতি উপজেলায় দুই প্লাটুন বিজিবি মোতাযেন করা হয়েছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ রয়েছে র্যাব, পুলিশ ও আনসার ভিডিপি। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় ১৩ জন বা ততোধিক আনসার ও ভিডিপি সদস্য মঙ্গলবার থেকে দায়িত্ব পালন শুরু করেন।
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দুই চেয়ারম্যান প্রার্থীর সর্মথকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
এছাড়া এক প্রার্থীর পক্ষে টাকা বিতরণের অভিযোগে প্রিজাইডিং অফিসারসহ ৪ জনকে আটক করা হয়েছে।
Leave a Reply