নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের চার জেলা পরিষদ নির্বাচনে জন্যে মনোনয়নপত্র গ্রহণ বৃহস্পতিবার বিকেল ৫টায় শেষ হয়েছে।
প্রার্থীরা সীমিত সংখ্যায় হলেও কর্মী-সমর্থক সহ বিপুল উৎসাহ নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সিলেটে চেয়ারম্যান প্রার্থী ৪ জন। আওয়ামী লীগের অ্যাডভোকেট লুৎফুর রহমান ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিয়া উদ্দিন লালা, ড এনামুল হক সর্দার ও ফখরুল ইসলাম এ পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়া সাধারণ সদস্য পদে ১১৯ জন ও সংরক্ষিত আসনের সদস্য পদে ২৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছন।
সুনামগঞ্জে চেয়ারম্যান প্রার্থী এক নারী সহ ৪ জন। আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার এনামুল কবির ইমন। বিদ্রোহী প্রার্থী হয়েছেন প্রভাবশালী নেতা নূরুল হুদা মুকুট ও যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী মহিলা কর্মজীবী লীগের সহ সম্পাদক চঞ্চলা রানী দাস। এছাড়া আহবাব মিয়া চৌধুরী নামের এক প্রবাসী প্রার্থী হয়েছেন।
এছাড়া সাধারণ সদস্য পদে ৮৭ জন ও সংরক্ষিত আসনের সদস্য পদে ২০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মৌলভীবাজারে চেয়ারম্যান প্রার্থী ৬ জন। আওয়ামী লীগের প্রার্থী আজিজুর রহমান; কিন্তু বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের সদস্য এম এ রহিম সিআইপি ও যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি শাহাবুদ্দিন শাবুল। সাবেক সাংসদ এম এম শাহীন, সোহেল আহমদ এবং সাংবাদিক বকশী মো ইকবালও প্রার্থী হয়েছেন।
এছাড়া সাধারণ সদস্য পদে ৯২ জন ও সংরক্ষিত আসনের সদস্য পদে ২৩ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
হবিগঞ্জে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী ডা মুশফিক হোসেন চৌধুরী সহ মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন। এছাড়া সাধারণ সদস্য পদে ৯০ জন ও সংরক্ষিত আসনের সদস্য পদে ১৯ জন প্রার্থী হয়েছেন।
Leave a Reply