পরিবেশ বিষয়ক সংগঠন ভূমিসন্তান বাংলাদেশ সিলেট বিভাগীয় বৃক্ষমেলায় বৃক্ষভিক্ষা কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ভিক্ষা হিসেবে বৃক্ষ গ্রহণের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।
ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবীর জানান, বৃক্ষভিক্ষার শুরুর দিন থেকেই বিভিন্নস্তরের মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া ও সহযোগিতা পাওয়া যাচ্ছে।
তিনি জানান, বৃক্ষভিক্ষার মাধ্যমে সাধারণ মানুষকে গাছ কিনতে এবং সেই গাছ লাগাতে উৎসাহিত করা হবে। দান বা ভিক্ষায় সংগৃহিত গাছ লাক্কাতুরায় সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ এবং আশেপাশের এলাকায় রোপণের পরিকল্পনা রয়েছে।
Leave a Reply