নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল উপজেলায় ৪ শিশু হত্যা মামলার রায় আগামীকাল বুধবার ঘোষণা করা হবে।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করেছেন।
মঙ্গলবার সকালে মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী কিশোর কুমার কর বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি বিকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া আহমেদ শুভ, তাজেল মিয়া, মনির মিয়া ও ইসমাঈল হোসেন। ৫ দিন পর পার্শ্ববর্তী ইচাবিল থেকে পুলিশ এ ৪ শিশুর মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে বাহুবল থানায় ৯ জনকে আসামি দিয়ে মামলা করেন মনির মিয়ার বাবা আবদাল মিয়া। এ বছরের ১৫ মার্চ মামলাটি হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হয়।
Leave a Reply