নিজস্ব প্রতিবেদক : সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে মহানগরীর রিকাবিবাজারে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে আয়োজিত বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলার দ্বিতীয় দিনে ইনোভেশন সার্কেল জনপ্রশাসন উদ্ভাবন সংস্কৃতি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিল্পনা বিভাগের পরিচালক কুতুব উদ্দিন। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো মতিউর রহমান। প্রধান আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড এ জেড এম মনজুর রশিদ।
এদিকে বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা বেশ জমে উঠেছে।
Leave a Reply