নিজস্ব প্রতিবেদক : এস এম ই ফাউন্ডেশনের উদ্যোগে ও সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের তত্ত্বাবধানে সিলেট বিভাগীয় এস এম ই পণ্যমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই মেলার উদ্দেশ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও বিক্রি এবং ক্রেতা-বিক্রেতার সংযোগ স্থাপন।
আগামী বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় সিলেট মহানগরীর রিকাবীবাজারে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এস এম ই পণ্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন। সভাপতিত্ব করবেন এস এম ই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড মফিজুর রহমান। বিশেষ অতিথি থাকবেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ, জেলা প্রশাসক মো মজিবর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, এস এম ই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ সদস্য মানতাশা আহমেদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ ও সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়।
মেলায় ৫০টির বেশি স্টলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন।
২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এস এম ই পণ্যমেলা খোলা থাকবে। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply