মানবসেবামূলক সংগঠন সিলেট বিবেকের ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামীকাল শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টা থেকে দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানসূচিতে রয়েছে সকাল সাড়ে ১০ টায় রক্তদান কর্মসূচি, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, উদ্বোধনী সঙ্গীত, সম্মাননাপ্রাপ্ত গুণিজনদের ক্রেস্ট প্রদান, সন্ধ্যা ৬টায় প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আলোচনা সভা, সন্ধ্যা সাড়ে ৬টায় ‘বিবেক বীক্ষণ’ স্মারকের মোড়ক উন্মোচন, সন্ধ্যা পৌণে ৭টায় বৃত্তি প্রদান, সন্ধ্যা ৭টায় চিত্রাঙ্কণ, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, সন্ধ্যা সোয়া ৭টায় এই পর্বের সমাপনী, সন্ধ্যা সাড়ে ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৮টায় আপ্যায়নের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান সমাপ্তি।
সম্মাননা প্রাপ্ত গুণীজনরা হচ্ছেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস ও ‘অনন্য দেশপ্রেমিক’ জামাল উদ্দিন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply