নিজস্ব প্রতিবেদক : সিলেটে বিপুল উৎসাহ-উদ্দীপনায় ঐতিহাসিক সাতই মার্চ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে। এছাড়াও যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও তাঁতী লীগের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে সিলেট জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি জেলা শাখা ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে নানা কর্মসূচি পালন করে।
Leave a Reply