নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সিলেট অফিসে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ও জরিমানা আদায় করেছে।
বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহিদুল আলম ও অমিত চক্রবর্তী দুই দালালের জরিমানা করেন এবং দুই দালালকে কারাগারে প্রেরণ করেন।
অভিযানে নরসিংদীর আব্দুল আজিজের ছেলে আসলামকে ৭ দিনের কারাদণ্ড ও ২শ টাকা জরিমানা, কুমিল্লার মাঝিগাছা ইউনিয়নের আব্দুল মজিদের ছেলে আব্দুল আজিজকে ৪শ টাকা জরিমানা, সিলেট মহানগরীর শেখঘাটের বাসিন্দা আব্দুল মজিদের ছেলে শাকিল আহমদকে ৪ দিনের কারাদণ্ড ও ২শ টাকা জরিমানা এবং গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকার কসাব আলির ছেলে আবুল হাসেমকে ৫শ টাকা জরিমানা করা হয়।
এর আগে একইভাবে ভ্রাম্যমাণ আদালত সিলেট বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করে বেশ কয়েকজনকে আটক ও জরিমানা করে।
Leave a Reply