সিলেট বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা দুদিন ব্যাপী কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন করেছে।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল, স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে শ্রদ্ধা নিবেদন, কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সিলেট ও গোলাপগঞ্জ উপজেলার প্রতিবন্ধীদের মধ্যে ফুটবল খেলা সহ অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী।
সোমবার সন্ধ্যায় টুকেরবাজারে নিজস্ব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাস। সিলেট বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক মকসুদ আহমদ মকসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক এস সুটন সিংহ ও সিলেট বাক-শ্রবণ প্রতিবন্ধী স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক সাঈম খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, সদস্য জুবের আহমদ, রাসেল আহমদ, ছালেহ আহমদ, রিপন আহমদ ও শারমিন আহমদ।
Leave a Reply